ইসরায়েলি বিমান হামলায় সিরিয়ার চারজন সেনা নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন। সিরিয়ার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম সানা নিউজের বরাতে আল জাজিরার খবরে বলা হয়েছে, শনিবার ভোর সাড়ে ৬ টার দিকে ইসরায়েল সিরিয়ার মধ্য এবং পশ্চিম অঞ্চলের সেনা চৌকি লক্ষ্য করে বিমান হামলা চালায়। এতে হতাহতের এই ঘটনা ঘটে।
খবরে বলা হয়েছে, ইসরায়েলি বিমান ভূমধ্যসাগরের ওপর দিয়ে উড়ে এসে মধ্য এবং উপকূলীয় সেনা চৌকি টার্গেট করে।
যুক্তরাজ্যভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণ গ্রুপ ‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ বলেছে, হোমস এবং হামা প্রদেশে ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠী এবং অস্ত্র ও গোলাবারুদ স্থাপনা লক্ষ্য করে ইসরায়েল এই হামলা চালায়। সংস্থাটি আরও জানিয়েছে, ইসরায়েলি বাহিনী লাটাকিয়া বন্দরে সিরিয়ার আকাশপ্রতিরক্ষা ব্যবস্থা ব্যাটারিতেও হামলা চালায়।
সিরিয়ার সেনাবাহিনী হামলা স্বীকার করলে এই ঘটনায় ইসরায়েল এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।
বিডিপ্রতিদিন/কবিরুল