তুরস্কে বোমা হামলার ঘটনায় বুলগেরিয়ার প্রসিকিউটর পাঁচ ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেছে। গত রবিবার (১৩ নভেম্বর) তুরস্কের সেন্ট্রাল ইস্তামবুলে বোমা বিস্ফোরণে ৬ জন নিহত ও ৮০ এর ওপরে আহত হন। এই ঘটনায় কুর্দি বিদ্রোহীদের দায়ী করে তুরস্ক।
আল জাজিরার খবর অনুসারে, বুলগেরিয়ার বিশেষ পুলিশ বাহিনী মোলদোভার তিন নাগরিক এবং সিরিয়ান এক কুর্দি নারী ও পুরুষকে গ্রেফতার করেছে। তুরস্কের ইস্তামবুলে হামলায় তাদের প্ররোচনা এবং গভীর যোগসাজস পাওয়া গেছে।
বুলগেরিয়ার প্রধান কৌসুলি ইভান গেসেভ এই তথ্য নিশ্চিত করে বলেন, পাঁচজনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে তুরস্কে হামলায় যোগসূত্র ছাড়াও মানব পাচারের অভিযোগ আনা হয়েছে। দোষী সাব্যস্ত ব্যক্তিরা মূলত তুরস্ক দিয়ে মানবপাচার এবং চোরাচালানে জড়িত।
তবে নিবিড় শুনানি শেষে বুলগেরিয়ার আদালত বলেছে, গ্রেফতার চার ব্যক্তিকে (পুরুষ আসামি) চোরাচালান মামলায় বিচারপূর্ব কারাগারে রাখা হবে। কারণ, তুরস্কে তাদের সন্ত্রাসী কার্যক্রমে সহায়তার পর্যাপ্ত তথ্যের অভাব রয়েছে। স্বাস্থ্যজনিত কারণে গ্রেফতার নারীকে আদালত হাজতে রাখার নির্দেশ দেয়নি। তুরস্কের প্রসিকিউটর ইতোমধ্যে বোমা হামলায় জড়িত বিদেশিদের প্রত্যর্পণের আহ্বান জানিয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল