হোয়াইট হাউজে বিয়ে করেছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নাতনি ও হান্টার বাইডেনের মেয়ে নাওমি বাইডেন। শনিবার হোয়াইট হাউজের সাউথ লনে বিয়ের অনুষ্ঠান করা হয়। বিয়েতে উপস্থিত ছিলেন আড়াইশ অতিথি। এর আগেও ১৮ বার বিয়ের আয়োজন করা হয়েছিল হোয়াইট হাউসে।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম ও একমাত্র প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউজেই বিয়ে সেরেছিলেন গ্রোভার ক্লিভল্যান্ড। ১৮৮৫ থেকে ১৮৮৯ এবং ১৮৯৩ থেকে ১৮৯৭ পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন। ৪৭ বছর বয়সে প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে প্রবেশের সময় গ্রোভার ক্লিভল্যান্ড অবিবাহিত হয়েছেন। এর দুই বছর পর তিনি ফ্রান্সিস ফলসমকে বিয়ে করেন। তাদের বিয়ে সম্পন্ন হয় হোয়াইট হাউজের ব্লু রুমে। সেসময় ফ্রান্সিসের বয়স ছিল মাত্র ২১ বছর।
রিচার্ড নিক্সনের মেয়ে ট্রিসিয়া, লিন্ডন জনসনের মেয়ে লুসি, উড্রো উইলসনের মেয়ে এলিনরসহ বিভিন্ন সময়ে ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্টদের সন্তানদের বিয়ের অনুষ্ঠানও হয়েছে হোয়াইট হাউসে। সর্বশেষ ২০১৩ সালে হোয়াইট হাউজের ফটেগ্রাফার পিট সুজার বিয়ে হয়েছিল হোয়াইট হাউসে। সেসময় প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন বারাক ওবামা।