শিরোনাম
২৯ নভেম্বর, ২০২২ ১৬:৩১

দুই সহোদরসহ তিন ফিলিস্তিনিকে ইসরায়েলি বাহিনীর হত্যা

অনলাইন ডেস্ক

দুই সহোদরসহ তিন ফিলিস্তিনিকে ইসরায়েলি বাহিনীর হত্যা

সম্প্রতি ফিলিস্তিনিদের ওপর নিপীড়ন বাড়িয়েছে ইসরায়েল

দুই সহোদরসহ তিন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার রামাল্লা এবং হেবরনে এই ঘটনা ঘটে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহত দুই সহোদর হলো- জাওয়াদ এবং জাফর রিমায়ি। তাদের বয়স ২২ ও ২১ বছর।

ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফার খবরে বলা হয়েছে, পশ্চিম রামাল্লাহর কাফর-ইন গ্রামে ইসরায়েলি সেনাদের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষ হয়। এতে দুই ভাই নিহত হন।

ফিলিস্তিন কর্তৃপক্ষের বেসামরিক বিষয়ক মন্ত্রী হুসেইন আল শেখ এই হত্যাকাণ্ডকে ‘ঠাণ্ডা মাথায় হত্যা’ হিসেবে অভিহিত করেছেন।

ইসরায়েলি বাহিনী দাবি করেছে, তাদের সেনারা গ্রামে অভিযানে গিয়ে আক্রমণের শিকার হয়। সেনাদের দিকে আগুনের গোলা (ফায়ারবোম্ব) এবং রকেট ছোড়া হয়। সেনারা পাল্টা গুলি করে। তবে ঘটনা পর্যালোচনা করা হবে বলে জানিয়েছে ইহুদি বাহিনী।

অন্যদিকে হেবরনে ইসরায়েলি সেনাদের অভিযানের সময় মুফিদ খলিল নামে এক ফিলিস্তিনিকে হত্যা করা হয়। তার মাথায় গুলি করা হয়। এই ঘটনায় আরও ৮ জন আহত হন। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে,  এই ফিলিস্তিনি তাদের দিকে ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ এবং রকেট ছোড়ে। সূত্র: আল জাজিরা  

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর