মার্কিন কারাগার থেকে মুক্তি পেয়েছেন রুশ অস্ত্র ব্যবসায়ী ভিক্তর বাউট। তার বিনিময়ে রাশিয়া যুক্তরাষ্ট্রের বাস্কেটবল তারকা ব্রিটনি গ্রিনারকে ছেড়ে দিয়েছে। মার্চেন্ট অব ডেথ’ হিসেবে পরিচিত ভিক্তর বাউট যুক্তরাষ্ট্রে ২৫ বছরের সাজা ভোগ করছিলেন।
১২ বছর যাবত মার্কিন কারাগারে সাজা খেটে মুক্তি পাওয়ার পর শনিবার ভিডিও বার্তায় রুশ গণমাধ্যমের সঙ্গে চলমান ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন ভিক্তর বাউট। তিনি বলেন, সর্বান্তকরণে ইউক্রেনে মস্কোর সামরিক অভিযান সমর্থন করেন। প্রয়োজনীয় দক্ষতা এবং সুযোগ থাকলে ‘স্বেচ্ছাসেবী’ হিসেবে তিনি যুদ্ধে যেতেন বলেও মন্তব্য করেন।
ক্রেমলিন নিয়ন্ত্রিত টেলিভিশন নেটওয়ার্ক আরটি’র কাছে সাক্ষাৎকারে ভিক্টর বাউট আফগানিস্তানে অস্ত্র সরবরাহ এবং তালেবানের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক থাকার বিষয় অস্বীকার করেন।
যুক্তরাষ্ট্রের কারাগারে থাকার সময় পুতিনের প্রতিকৃতি (পোর্টেট) থাকতো জানিয়ে তিনি বলেন, পুতিনের প্রতিকৃতি সর্বদা আমার সঙ্গে থাকতো। রাশিয়ার নাগরিক এবং প্রেসিডেন্ট পুতিনকে নিয়ে তিনি গর্বিত বলেও মন্তব্য করেন। সূত্র: সিএনএন
বিডিপ্রতিদিন/কবিরুল