অভ্যন্তরীণ বিষয়ে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ এবং লন্ডনের নতুন নিষেধাজ্ঞা আরোপের প্রতিবাদে তেহরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত সাইমন শেরক্লিফকে আবারও তলব করেছে ইরান।
গতকাল শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ বিষয়ক মহাপরিচালক ব্রিটিশ রাষ্ট্রদূতকে তার দপ্তরে তলব করেন।
এ সময় ইরানের অভ্যন্তরীণ বিষয়াবলীতে ব্রিটিশ কর্মকর্তাদের হস্তক্ষেপমূলক ও নির্লজ্জ মন্তব্যের পাশাপাশি ইরানের সাম্প্রতিক দাঙ্গা ও সন্ত্রাসবাদের প্রতি ব্রিটিশ সরকার ও গণমাধ্যমের সমর্থনের তীব্র নিন্দা জানানো হয়। সেইসঙ্গে ব্রিটিশ রাষ্ট্রদূতের কাছে ইরানের একদল নাগরিকের বিরুদ্ধে লন্ডনের আরোপিত অবৈধ নিষেধাজ্ঞারও তীব্র প্রতিবাদ জানানো হয়।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ব্রিটিশ রাষ্ট্রদূত শেরক্লিফকে বলেন, ইরানে দাঙ্গা চালিয়ে যেতে ব্রিটিশ সরকার ও গণমাধ্যমগুলো যে উস্কানি দিয়ে যাচ্ছে তাতে কোনো ফল হবে না বরং ইউরোপের এই দেশটির প্রতি ইরানি জনগণের ক্ষোভ ও ঘৃণাই কেবল বাড়বে। তেহরানের বিরুদ্ধে ব্রিটিশ সরকারের নতুন নিষেধাজ্ঞার জবাবে ইরানও পাল্টা ব্যবস্থা নেয়ার অধিকার সংরক্ষণ করে বলে ব্রিটিশ কূটনীতিককে জানানো হয়।
ইরানে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে গত শুক্রবার ১০ ইরানি নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ব্রিটিশ সরকার।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালকের সঙ্গে সাক্ষাতে ব্রিটিশ রাষ্ট্রদূত তেহরানের প্রতিবাদ লন্ডনে পৌঁছে দেয়ার প্রতিশ্রুতি দেন।
সূত্র : এনডিটিভি।
বিডি-প্রতিদিন/বাজিত