কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের শেষ দুটি ম্যাচের প্রথম ম্যাচে শনিবার (১০ ডিসেম্বর) পর্তুগালের বিপক্ষে জয় পায় মরক্কো। পরবর্তী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জয় নিশ্চিত করে ফ্রান্স। বিশ্বকাপের সেমিফাইনালে একে অন্যের মুখোমুখি হবে এই দুই দল। প্রথম আফ্রিকান দেশ হিসেবে সেমিফাইনাল খেলবে মরক্কো।
কাতার বিশ্বকাপে মরক্কো ও পতুর্গালের ম্যাচ অনুষ্ঠিত হওয়ার পর প্যারিসের জনপ্রিয় অ্যাভিনিউতে জড়ো হন মরক্কোর হাজার হাজার সমর্থক। ইংল্যান্ডের বিপক্ষে ফ্রান্সের জয়ের পর আরও অনেকে যোগ দেন তাদের সঙ্গে। সেমিফাইনালে যাওয়ার বিজয় উদ্যাপন করছিল তারা। তারা পতাকা উড়িয়ে এবং হর্ন বাজিয়ে বিজয় উদযাপন করছিলেন। এসময় দুইদলের সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।
নিরাপত্তা জোরদার করতে মোতায়েন করা হয় বিপুলসংখ্যক পুলিশ। এত সংখ্যক মানুষ একত্রিত হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এসময় পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, সেখানে পুলিশের সঙ্গে সমর্থকদের সংঘর্ষ চলছে এবং লোকজন দোকানপাট ভাঙচুর করছে। এ ছাড়া প্যারিসের অন্যান্য স্থানেও সংঘর্ষের খবর পাওয়া গেছে। শানজ এলিজের কাছে অ্যাভিনিউ দে ফ্রিদলঁদ এলাকায় অগ্নিসংযোগের ঘটনাও দেখা গেছে।
সূত্র- রয়টার্স।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ