তিউনিসিয়ার সংসদ নির্বাচনে মাত্র ৮ দশমিক ৮ শতাংশ ভোট পড়েছে। নির্বাচন কমিশনের প্রধান এই তথ্য জানিয়েছেন। রবিবার ভোটের ফলাফল প্রকাশ করা হতে পারে।
দেশটির প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন, নির্বাচনে ৮ লাখ ৩ হাজার মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
তিউনিসিয়ার অধিকাংশ রাজনৈতিক দল এই নির্বাচন বর্জন করেছে। নির্বাচনকে প্রেসিডেন্ট কাইস সাইদ-এর একক ব্যক্তির শাসন কায়েমের পথে চূড়ান্ত পদক্ষেপ হিসেবে উল্লেখ করে নিন্দা জানানো হয়েছে। তিউনিসিয়ার পূর্ববর্তী সংসদটি নির্বাচিত হওয়ার সময়ে মোট ভোটার উপস্থিতি ছিল ৪০ শতাংশ।
গতবছর কাইস সাইদ সংসদ ভেঙে দিয়ে আদেশ জারির মাধ্যমে শাসন করার পদক্ষেপ গ্রহণ করেন। তার বিরোধীরা এমন পদক্ষেপকে অভ্যুত্থান হিসেবে আখ্যায়িত করেছিলেন। সূত্র: আল আরাবিয়া
বিডিপ্রতিদিন/কবিরুল