সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে তেহরান প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান। তিনি বলেন, সৌদি আরব এ বিষয়ে প্রস্তুত থাকলে এটা সম্ভব।
তেহরান ডায়ালগ ফোরামে সোমবার এ কথা জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, সৌদি আরবকে সিদ্ধান্ত নিতে হবে তারা কীভাবে ইরানের বিষয়ে গঠনমূলক নীতি-কৌশল অনুসরণ করবে।
আগামীকাল মঙ্গলবার জর্ডানের রাজধানী আম্মানে যে বৈঠক অনুষ্ঠিত হবে সে প্রসঙ্গে আব্দুল্লাহিয়ান বলেন, আসন্ন বৈঠকে আঞ্চলিক সহযোগিতা জোরদারকে গুরুত্ব দেওয়া হবে যেখানে বিজাতীয় কোনো হস্তক্ষেপ থাকবে না।
তিনি বলেন, সৌদি আরবের সঙ্গে আলোচনা অতীতের মতোই অব্যাহত থাকবে। আমরা আনুষ্ঠানিক কূটনৈতিক পন্থার পক্ষে এবং সৌদি আরব প্রস্তুত থাকলে আমরা দূতাবাস খোলার পথে এগোব।
মার্কিন নীতির সমালোচনা করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকাকে বাস্তবসম্মত নীতি গ্রহণ করতে হবে। তাদেরকে প্রতারণার পথ পরিহার করে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের বিষয়ে কথাবার্তায় আন্তরিক হতে হবে।
বিডি-প্রতিদিন/বাজিত