কঠোর বিধিনিষেধ শিথিলঘটনার পর চীনে করোনায় প্রথম মৃত্যু হয়েছে। সোমবার দেশটির কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। খবরে বলা হয়েছে, কর্তৃপক্ষ সোমবার করোনা ভাইরাসে বেইজিংয়ে দুইজনের মৃত্যুর খবর জানিয়েছে।
টিকা আবিষ্কারের পর পুরো বিশ্ব যখন করোনা ভাইরাসকে সঙ্গে নিয়েই স্বাভাবিক জীবনে ফেরার সিদ্ধান্ত নেয়, চীন সরকার তখনও তাদের ‘জিরো-কোভিড’ নীতিতে অটুট ছিল। কিন্তু গত কয়েকমাসে দেশটির বিভিন্ন অঞ্চলে সরকারের কঠোর লকডাউনের বিরুদ্ধে জনগণ সড়কে নেমে বিক্ষোভ দেখায়। এরপর চলতি মাসের শুরুর দিকে করোনার কঠোর বিধি অনেকটাই শিথিলের ঘোষণা দেওয়া হয়।
খবর অনুসারে, সোমবার দুইজনের মৃত্যুর খবর চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম উইবো-তে ভাইরাল হয়। একজন চীনের নাগরিক লেখেন, অসম্পূর্ণ পরিসংখ্যান প্রকাশের কোনো প্রয়োজন আছে? আরেকজন লেখেন, এটা কী জনগণের সঙ্গে প্রতারণা নয়?
বিডিপ্রতিদিন/কবিরুল