অতিরিক্ত নিষেধাজ্ঞা দিয়েও উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র কার্যক্রম থামানো যাবে না। দেশটির শীর্ষ নেতা কিম জং উনের বোন কিন ইয়ো জংকে উদ্ধৃত করে এই কথা জানিয়েছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ।
দুইটি মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর পর পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে এই ঘোষণা এলো।
তারা এই পরীক্ষাকে বেশ গুরুত্বপূর্ণ বলে দাবি করেছে। উত্তর কোরিয়ার দাবি, দেশের নিরাপত্তার স্বার্থেই এই পরীক্ষা চালানো হয়েছে।
জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র পরীক্ষা ইস্যুতে উত্তর কোরিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা দিলেও পিয়ংইয়ং সেসব আমলে নিচ্ছে না। দেশটি সাম্প্রতিক সময়ে ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে।
সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন/নাজমুল