মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি’কে জেল থেকে মুক্তি দেওয়ার পক্ষে প্রস্তাব পাস হয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে।
প্রস্তাবে মিয়ানমারের সামরিক জান্তা সরকারের কাছে সু চি এবং দেশটির প্রাক্তন প্রেসিডেন্ট উইন মিন্ত-সহ সব রাজনৈতিক বন্দিকে মুক্তির আবেদন জানানো হয়েছে।
তবে মিয়ানমার প্রসঙ্গে জাতিসংঘের এই প্রস্তাবে ভোট দেয়নি ভারত। রাশিয়া ও চীনের সঙ্গে ভারতও এই প্রস্তাবের পক্ষে ভোট দেওয়া থেকে বিরত থাকল।
এছাড়া নিরাপত্তা পরিষদের বাকি ১২ সদস্যের সবাই প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গত ৭৪ বছরে এই প্রথম মিয়ানমার প্রসঙ্গে কোনও প্রস্তাব নিয়ে ভোটাভুটি হল। এর আগে ভোটাভুটি হয়েছিল তৎকালীন বার্মার স্বাধীনতার সময়ে, ১৯৪৮ সালে। নিরাপত্তা পরিষদের সভাপতিত্বের দায়িত্ব এখন ভারতের।
মিয়ানমারের নোবেলজয়ী নেত্রী অং সান সু চি এবং দেশটির প্রাক্তন প্রেসিডেন্ট উইন মিন্ত-সহ সেখানে বন্দি সব রাজনৈতিক নেতার মুক্তির আবেদন জানিয়ে এই প্রস্তাব পাস হয়েছে। তবে এই প্রস্তাবের বিষয়ে মিয়ানমারের জান্তা সরকার এখনও কোনও প্রতিক্রিয়া জানায়নি। সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট
বিডি প্রতিদিন/কালাম