৪ জানুয়ারি, ২০২৩ ১৯:৪৩

সংকটাপন্ন শ্রীলঙ্কায় ফেব্রুয়ারিতে ‘প্রথম নির্বাচন’

অনলাইন ডেস্ক

সংকটাপন্ন শ্রীলঙ্কায় ফেব্রুয়ারিতে ‘প্রথম নির্বাচন’

শ্রীলঙ্কায় ২০১৮ সালে সর্বশেষ স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল

দেশব্যাপী নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে শ্রীলঙ্কা। আল জাজিরার খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে পালিয়ে যাওয়া এবং পদত্যাগের পর দেশটিতে এই প্রথম কোনো নির্বাচন অনুষ্ঠিত হবে।

খবর অনুসারে, আগামী ফেব্রুয়ারি মাস শেষের আগেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশটির কর্মকর্তারা বুধবার এই তথ্য জানিয়েছেন।

শ্রীলঙ্কায় ২০১৮ সালে সর্বশেষ স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের রাজনৈতিক দল ইউনাইটেড ন্যাশনাল পার্টি ওই নির্বাচনে ৩৪০ কাউন্সিলের মাত্র ১০ শতাংশ আসনে জয়ী হয়। সে হিসেবে আসন্ন নির্বাচন রনিলের জন্য পরীক্ষা। 

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর