১০ মাসের বেশি সময় ধরে চলছে রাশিয়া-ইউক্রেন সংঘাত। এই সংঘাতে ইউক্রেনকে সবচেয়ে বেশি সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। এবারও আরও ৩.৭৫ বিলিয়ন ডলারের সহায়তা দিচ্ছে দেশটি। শুক্রবার এ সহায়তার ঘোষণা দেয় জো বাইডেন প্রশাসন। দ্য হিল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইউক্রেন ও ১০ মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধে জড়িয়ে পড়া অন্য দেশগুলোতে এ অর্থ ব্যয় করা হবে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, সহায়তা প্যাকেজের অংশ হিসেবে ইউক্রেনে ২.৮৫ বিলিয়ন ডলারের সামরিক সহায়তাও দিচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়। ২০২১ সালের আগস্টের পর এ নিয়ে ইউক্রেনকে ২৯তম বারের মতো সামরিক খাতে সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র।
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এখনো এই সংঘাত চলছে। সংঘাতে যুক্তরাজ্য এবং পোল্যান্ডসহ ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশ ইউক্রেনকে সহায়তা দিচ্ছে। এতে তাদের সামরিক সক্ষমতায় ঘাটতি দেখা দিয়েছে। সেই ঘাটতি পূরণে তাদেরও সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র।
সূত্র : দ্য হিল ও সিএনএন
বিডি প্রতিদিন/ফারজানা