অর্থডক্স ক্রিসমাস শেষ হওয়ার ঠিক আগে শনিবার মধ্যরাতে ইউক্রেনজুড়ে কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম সিএনএনের খবরে বলা হয়েছে, ইউক্রেনের কার্মাতরস্ক শহরে অবস্থান করা তাদের টিম অন্তত সাতটি বিস্ফোরণের শব্দ শুনেছে।
খবর অনুসারে, ইউক্রেনে বিমান হামলার সাইরেন সচল ছিল। তবে বিস্ফোরণে হতাহত আছে কিনা তাৎক্ষণিকভাবে সেটা জানা যায়নি।
খবরে আরও বলা হয়েছে, ইউক্রেনের স্থানীয় সময় শনিবার রাত ১১টায় বিস্ফোরণ শুরু হয়। রাশিয়ার ঘোষিত যুদ্ধবিরতি রাত ১২টায় শেষ হওয়ার কথা ছিল।
প্রসঙ্গত, অর্থোডক্স খ্রিষ্টানদের বড়দিন উপলক্ষে ৩৬ ঘণ্টার যুদ্ধবিরতির ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে এটাকে রাশিয়ার ‘ভণ্ডামি’ বলে উল্লেখ করে ইউক্রেন। যুদ্ধবিরতি ঘিরে কিয়েভের সুরে কথা বলে ইউক্রেনের পশ্চিমা মিত্রদেশগুলোও।
পুতিনের যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘২৫ ডিসেম্বর (বড়দিন) ও খ্রিষ্টীয় নববর্ষের দিনেও ইউক্রেনের হাসপাতাল ও গির্জাগুলোর ওপর বোমা হামলা চালাতে তৈরি ছিলেন পুতিন। আমার মনে হয়, যুদ্ধবিরতি ঘোষণার মধ্য দিয়ে তিনি নিশ্বাস নেওয়ার বিরতি খুঁজছেন।’
তবে রাশিয়ার যুদ্ধবিরতির ঘোষণার পরও হামলা বন্ধ হয়নি।
বিডিপ্রতিদিন/কবিরুল