‘গণ-ক্ষেপণাস্ত্র’ হামলায় ক্রামাতর্স্ক শহরে ইউক্রেনের ছয় শতাধিক সেনাকে হত্যার দাবি করেছে রাশিয়া। এই ঘটনাকে প্রপাগান্ডা বলে আখ্যা দিয়েছে কিয়েভ।
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রশাসন এবং ইউক্রেনের সেনাবাহিনীর দাবি, রাশিয়ার এই দাবির কোনো সত্যতা নেই।
ইউক্রেনের সেনা মুখপাত্র শেরহি চেরেভাতি বলেছে, ‘এটা রাশিয়ার প্রপাগান্ডার আরেকটা অংশ’।
আর রাশিয়া দাবি করেছে ডনবাসে রুশ সেনাঘাটিতে ইউক্রেনীয় হামলায় সেনা নিহত হওয়ার ঘটনার পাল্টা ব্যবস্থা হিসেবে এই হামলা চালানো হয়েছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ইউক্রেনের অস্থায়ী সেনা আবাসনে হামলা চালিয়ে ছয় শতাধিক সেনাকে হত্যা করা হয়েছে। ওই ভবনে ১৩শ’র বেশি ইউক্রেনীয় সেনা ছিল বলেও দাবি করেছে মস্কো।
তবে ঘটনার সাপেক্ষে এখনও কোনো প্রমাণ হাজির করেনি মস্কো।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল