ব্রাজিলের কংগ্রেস ভবনে হামলা চালিয়েছে দেশটির সাবেক প্রেসিডেন্ট ও ডানপন্থী নেতা জেইর বলসোনারোর সমর্থকরা। কাঁদানে গ্যাস ছুড়েও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেয়েছে ব্রাজিল।
এই ঘটনায় জড়িতদের খুঁজে বের করে শাস্তির মুখোমুখি করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা ডি সিলভা।
লুলা বলেছেন, ব্রাজিলে এমন ঘটনা কোনোভাবেই কাম্য নয়। এই ঘটনাকে ফ্যাসিবাদী আচরণ বলেও আখ্যা দিয়েছেন লুলা।
বলসোনারো সমর্থকরা কংগ্রেস ভবনের দরজা জানলা এবং ভেতরে আসবাবপত্রেও ভাঙচুর করেছে বলে বিভিন্ন ছবিতে দেখা গেছে। তারা প্রেসিডেন্ট লুলাকে ক্ষমতাচ্যুত করতে সেনাবাহিনীর হস্তক্ষেপও কামনা করছে।
লুলার কাছে বলসোনারো পরাজয় কোনোভাবেই মেনে নিতে পারছে না এই হামলাকারীরা। পহেলা জানুয়ারি ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন লুলা।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল