রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুদ্ধবিরতির সিদ্ধান্ত ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
পুতিনের যুদ্ধবিরতি-বার্তায় শুরু থেকেই ভরসা রাখেনি ইউক্রেন। অর্থোডক্স ক্রিসমাসের সম্মানে ওই বিরতি ঘোষণার পরেও দু’পক্ষ পরস্পরের বিরুদ্ধে গোলা ছোড়ার অভিযোগ তুলেছে। তার প্রেক্ষিতেই পুতিনের সিদ্ধান্তকে ‘ব্যর্থ’ বলে মন্তব্য করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি।
যুদ্ধবিরতি না মানার অভিযোগকে কেন্দ্র করে রুশ-ইউক্রেন পাল্টাপাল্টি অভিযোগের মধ্যেই জেলেনস্কি দাবি করলেন, “ওরা যুদ্ধবিরতি নিয়ে অনেক কিছু বলেছিল। বাস্তবতা হল, তার মধ্যেও বাখমুখ এবং ইউক্রেনের অন্য শহরে গোলাবর্ষণ করেছে রাশিয়া।”
শুক্রবার দুপুর থেকে ৩৬ ঘণ্টার যুদ্ধবিরতি শুরু করার কথা জানিয়েছিল রাশিয়া। এক তরফাভাবেই এই সিদ্ধান্তের কথা জানান রুশ প্রেসিডেন্ট পুতিন।
ইউক্রেন প্রথম থেকেই দাবি করে আসছে, ওই যুদ্ধবিরতি আসলে ক্রেমলিনের নতুন রণকৌশল। তাদের আরও দাবি, বিরতি-পর্ব শুরু হওয়ার প্রথম তিন ঘণ্টাতেও চুপ ছিল না রুশ সেনা। ওইটুকু সময়ের মধ্যে কমপক্ষে ১৪ বার ইউক্রেনের দিকে গোলা ছুড়ে রুশরা।
গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শনিবারও ইউক্রেনের বাখমুখ শহরে শেলিং হয়েছে। বাখমুখের এক বাসিন্দার কথায়, “গত সপ্তাহে যা ছিল, গোটা মাসে যা ছিল, শনিবারের পরিস্থিতিও তাই। আশ্বাস থাকলেও পরিবর্তন কিছু নেই।”
উল্টো দিকে রাশিয়ার দাবি, ইউক্রেনই যুদ্ধবিরতি মানেনি। তারা লাগাতার গোলাবর্ষণ করেছে বলে মস্কোও চুপ থাকতে পারেনি। রুশ সংবাদ সংস্থা তাস-কে পুতিনের ডেপুটি চিফ অব স্টাফ সার্গেই কিরিয়েঙ্কো বলেন, “প্রেসিডেন্ট যে বিশেষ সামরিক অভিযান শুরু করেছেন, তা সম্পূর্ণ হবেই। এবং আমরা জিতবই।” সূত্র: ডিডব্লিউ
বিডি প্রতিদিন/কালাম