ব্রাজিলের সুপ্রিম কোর্টের বিচারক আলেকজান্ডার ডি মোরেস সেনাবাহিনীকে ২৪ ঘণ্টার মধ্যে বলসোনারো সমর্থকদের সকল ক্যাম্প গুঁড়ি দেওয়ার নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে সড়কে কোনো বিক্ষোভকারীকে দেখলেই পুলিশকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন।
সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর হাজারো ডানপন্থী সমর্থক রবিবার রাজধানী ব্রাসিলিয়ায় কংগ্রেস ভবনে হামলা চালান। দেশটির জাতীয় রঙের পোশাক পরে এবং গায়ে জাতীয় পতাকা জড়িয়ে তারা প্রেসিডেন্ট ভবন ও সুপ্রিম কোর্টেও তাণ্ডব চালান।
ব্রাজিলের সুপ্রিম কোর্টের বিচারক আলেকজান্ডার ডি মোরেস বলেন, ‘সন্ত্রাসী শিবিরের অস্তিত্ব থাকার কোনো যৌক্তিকতা নেই। ক্যাম্প গুঁড়িয়ে না দিলে সশস্ত্র বাহিনী, পুলিশ এবং প্রতিরক্ষা কমান্ডারদের বিচারের আওতায় আনা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
উল্লেখ্য, গত বছরের অক্টোবরে লুলা দি সিলভার কাছে নির্বাচনে হারার পর বলসোনারো সমর্থকেরা রাজধানীতে ক্যাম্প স্থাপন করে বিক্ষোভ করে আসছিলেন।
এদিকে ইতোমধ্যে ৪০০ বিক্ষোভকারীকে গ্রেফতারের তথ্য জানিয়েছে পুলিশ। সূত্র: সিএনএন
বিডিপ্রতিদিন/কবিরুল