ভারতের উত্তরাঞ্চলীয় কয়েকটি রাজ্যে শীতের তীব্র প্রকোপ দেখা দিয়েছে। শীতের এই ঢেউ দীর্ঘায়িত হওয়ায় বিপর্যস্ত হচ্ছে স্থানীয় জনজীবন।
ঘন কুয়াশার কারণে শত শত ফ্লাইট দেরিতে ছেড়ে যাচ্ছে এবং বহু ট্রেনও সময় মতো ছেড়ে যেতে পারছে না। ফলে ট্রেন ও বিমানবন্দরগুলোতে বাড়ছে মানুষের ভোগান্তি।
ঠাণ্ডার প্রকোপ থেকে বাঁচতে ভারতের রাজধানী দিল্লিতে স্কুলগুলোতে শীতের ছুটি বাড়ানো হয়েছে। দিল্লির তাপমাত্রা ১.৯ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে গতকাল রবিবার।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের কিছু এলাকার তাপমাত্রা নেমেছে হীমাঙ্কের নীচে। কোথাও মাইনাস ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে তাপমাত্রা।
কোথাও তাপমাত্রা ৪ ডিগ্রির নীচে নামলেই সেই পরিস্থিতিকে ‘কোল্ড ওয়েভ’ বলে বিবেচনা করে ভারতের আবহাওয়া দপ্তর।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল