টানা পঞ্চম দিনের মতো তীব্র শীত প্রত্যক্ষ করেছে ভারতের রাজধানী দিল্লি। সোমবারও দিল্লির দৃষ্টি সীমা নেমেছিল ২৫ মিটারে। ফলে বিমান, রেল ও বাস চলাচল ব্যাহত হয়েছে। থমকে পড়েছে জনজীবন।
দিল্লির সফদারজং পর্যবেক্ষণ কেন্দ্রে দিল্লি দৃষ্টি সীমা ছিল ২৫ মিটার।
ফলে সোমবার দেরিতে ছেড়ে গেছে দিল্লির ২৬৭ ট্রেন। আর পাঁচটি ফ্লাইট অন্য বিমানবন্দরে অবতরণ করতে বাধ্য হয়েছে এবং কুয়াশার কারণে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩০টি ফ্লাইট ছেড়ে গেছে দেরিতে।
তবে রবিবারের তুলনায় সোমবার দিল্লির তাপমাত্রা অনেকটাই বেড়েছে। রবিবার দিল্লির তাপমাত্রা নেমেছিল ১.৯ ডিগ্রি সেলসিয়াসে।
বিডি প্রতিদিন/নাজমুল