ছুটির সময়টা একেবারে অফিসের কাজ থেকে মুক্ত থাকতে চান বিশ্বের অধিকাংশ কর্মী। তবে দেখা যায়, অনেক সময়ই তাদেরকে অফিস থেকে মাঝে মধ্যেই সহকর্মীরা বিভিন্ন প্রয়োজনে ছুটিতে বিরক্ত করেন। কখনো সেই প্রয়োজন হয় অনেকটা ঠুনকো।
এই ঘটনার প্রেক্ষিতে এবার একটি কড়া সিদ্ধান্ত নিয়েছে ভারতের মুম্বাই ভিত্তিক একটি প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠানের নাম ড্রিম ইলেভেন। এটি ফ্যান্টাসি স্পোর্টস প্লাটফর্ম।
ড্রিম ইলেভেন জানিয়েছে, ছুটিতে থাকা সহকর্মীকে কোনো কারণে বিরক্ত করলেই তাদের কর্মীদের এক লাখ রুপি জরিমানা করা হবে। কোম্পানিটির সহ প্রতিষ্ঠাতা ভাবিত শেঠ বলেছেন, ‘এক বছরে মাত্র এক সপ্তাহ, আপনাকে সিস্টেম ভাঙতেই হবে।; ‘আপনি ইমেল, ফোন কল পাবেন না। এই হস্তক্ষেপহীন এক সপ্তাহ আপনাকে বড় পরিসরে কাজ করার সুযোগ দেবে। আমরা কেবল একজনের ওপর নির্ভরশীল নই।’
তাই কর্মীদের মানসম্পন্ন ও সুন্দর ছুটি কাটানোর অবকাশ দিতেই এই অর্থদণ্ডের বিধান করা হয়েছে।
সূত্র: এনডিটিভি
বিডি প্রতিদিন/নাজমুল