১৪ জানুয়ারি, ২০২৩ ১৪:১৭

চীনা জাহাজ পর্যবেক্ষণে যুদ্ধ জাহাজ মোতায়েন করেছে ইন্দোনেশিয়া

অনলাইন ডেস্ক

চীনা জাহাজ পর্যবেক্ষণে যুদ্ধ জাহাজ মোতায়েন করেছে ইন্দোনেশিয়া

উত্তর নাতুনা সাগরে চীনা কোস্টগার্ডের জাহাজ পর্যবেক্ষণে যুদ্ধ জাহাজ মোতায়েন করেছে ইন্দোনেশিয়া। সমুদ্র সম্পদে সমৃদ্ধ ওই অঞ্চলকে দুই দেশই নিজেদের বলে দাবি করে আসছে।

ইন্দোনেশিয়ার নৌবাহিনীর প্রধান যুদ্ধ জাহাজ মোতায়েনের বিষয়টি জানিয়েছেন।

শনিবার ইন্দোনেশিয়ার নৌ-প্রধান লাকসামানা মাদিয়া মুহাম্মদ আলি জানিয়েছেন, একটি যুদ্ধজাহাজ, সামুদ্রিক টহল বিমান ও ড্রোন মোতায়েন করে চীনের জাহাজটিকে নজরদাড়িতে রাখা হয়েছে।
 
ইন্দোনেশিয়ার নৌ-প্রধান আরো বলেছেন, ‘চীনের জাহাজটি সন্দেহজনক কিছুই করেনি। তারপরও মাঝে মধ্যে এটি ইন্দোনেশিয়ার এক্সক্লুসিভ ইকোনোমিক জোনে ঢোকায় আমরা পর্যবেক্ষণে রেখেছি।’


সূত্র: আল জাজিরা

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর