সুপ্রিম কোর্টের সংস্কারের উদ্যোগের বিরুদ্ধে অবস্থান নিয়ে ইসরায়েলের তেল আবিবে ৮০ হাজারের বেশি মানুষ বিক্ষোভ করেছেন। বিচার ব্যবস্থায় পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে ইসরায়েলি সরকার। পরিকল্পনা বাস্তবায়ন হলে সুপ্রিম কোর্টের রুলিং এড়িয়ে যেতে পারবে সংসদ।
বিক্ষোভকারীদের দাবি, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এমন পরিকল্পনা গণতান্ত্রিক ব্যবস্থার ওপর বড় আঘাত।
জেরুজালেমে ইসরায়েলের প্রধানমন্ত্রীর বাসভবনের সামনেও বিক্ষোভ হয়েছে। বিক্ষোভ হয়েছে উত্তরাষঞ্চলীয় শহর হাইফাতেও।
তেল আবিবের গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়ক অবরোধ করার চেষ্টা করলে বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনাও ঘটে।
সমালোচকদের দাবি, সংস্কার পরিকল্পনা বাস্তবায়ন হলে ইসরায়েলের বিচারব্যবস্থার স্বাধীনতা খর্ব হবে। দুর্নীতি বেড়ে যেতে পারে। সংখ্যালঘুদের অধিকারও ক্ষুন্ন হতে পারে এমন সংস্কারমূলক কার্যক্রমে। আদালতে বিশ্বাসযোগ্যতাও কমে যেতে পারে।
সূত্র : বিবিসি
বিডি প্রতিদিন/ফারজানা