গত ছয় দশকের মধ্যে প্রথমবারের মতো চীনে জন্মহার কমেছে। দেশটির পরিসংখ্যান ব্যুরো মঙ্গলবার এই তথ্য প্রকাশ করেছে।
২০২২ সাল শেষে চীনে জনসংখ্যা একশ’ ৪১ কোটিতে পৌঁছায়। দেশটিতে মৃত্যুহারের তুলনায় জন্মহার ছিল সাড়ে আট লাখ কম। ফলে ২০২২ সালের শেষে দেশটির লোকসংখ্যা ১৪১ কোটি ১৭ লাখ ৫০ হাজার ছিল, কিন্তু এক বছর আগে সংখ্যাটি ১৪১ কোটি ২৬ লাখ ছিল।
২০২১ সালে প্রতি হাজারে জন্মহার ছিল ৭ দশমিক ৫২, গত বছর তা কমে ৬ দশমিক ৭৭ এ নেমে এসেছে; দেশটির রেকর্ডে এটিই সর্বনিম্ন জন্মহার।
২০২২ সালে চীনে জন্ম হয়েছে ৯০.৫৬ মিলিয়ন শিশুর। ২০২১ সালে সে সংখ্যা ছিল ১০.৬২ মিলিয়ন। ১৯৫০ সালের পর যেটা সর্বনিম্ন।
চীনে গত বছর ১০.৪১ মিলিয়ন মানুষের মৃত্যু হয়েছে। যদিও চীনে জন্মহার বাড়ানোর জন্য নানাভাবে উৎসাহ দিচ্ছে সরকার।
সূত্র: ব্লুমবার্গ
বিডি প্রতিদিন/নাজমুল