আল শাবাব জঙ্গি গোষ্ঠীর সদস্যরা দেশটির একটি সেনাঘাঁটিতে তাণ্ডব চালিয়েছে। এতে অন্তত সাতজন সেনা নিহত হয়েছে।
আল জাজিরার খবরে বলা হয়েছে, ২০২২ সালে এই সেনাঘাঁটিটি আল শাবাবের কাছ থেকে পুনর্দখল করেছিল সোমালিয়ার সেনারা। সেখানে জঙ্গিদের হামলায় ঘাঁটির কমান্ডারসহ সাত সেনা নিহত হয়।
খবর অনুসারে, মঙ্গলবার আল কায়েদা সংশ্লিষ্ট আল শাবাব সদস্যরা প্রথমে আত্মঘাতী গাড়ি নিয়ে হাওয়াদলে গ্রামের সেনাঘাঁটিতে প্রবেশ করে। এরপর গুলি চালায়। পার্শ্ববর্তী শহরের সেনা কমান্ডার ক্যাপ্টেন আদেন নুর বলেন, তারা হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছেন। কিন্তু একজন কমান্ডারসহ কয়েকজন সেনা সদস্য হারিয়েছেন।
এক বিবৃতিতে আল শাবাব হামলার দায় স্বীকার করে বলেছে, স্বধর্মত্যাগী কয়েকজন সেনা এবং তাদের কমান্ডারকে তারা হত্যা করেছেন। এই সেনা ঘাঁটিটি রাজধানী মোগাদিসু থেকে ৬০ কিলোমিটার উত্তরে অবস্থিত।
বিডিপ্রতিদিন/কবিরুল