রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, ২০২২ সালে তার দেশের অর্থনীতি ২.৫ শতাংশ সংকুচিত হয়েছে। তবে অধিকাংশ অর্থনীতিবিদ যে ভবিষ্যদ্বাণী করেছে রাশিয়ার অর্থনীতি তার থেকে ভালো করছে বলেও মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার অর্থমন্ত্রী, সেন্ট্রাল ব্যাংক প্রধানসহ দেশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে পুতিন এ তথ্য জানান। এই সভায় পুতিন দেশের চাকরিজীবীদের বেতন সমন্বয় করা হবে বলেও জানান।
এদিকে যুদ্ধের কারণে গত বছরের প্রথম ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) ইউক্রেনের অর্থনীতি প্রায় ৩০ শতাংশ সংকুচিত হয়ে গেছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে দেশটিতে রাশিয়ার হামলা শুরুর পরই মূলত ইউক্রেনের অর্থনীতিতে বড় ধরনের আঘাত লাগে। তাতেই ২০২১ সালের তুলনায় গেল বছরের প্রথম ৯ মাস দেশটির অর্থনীতি প্রায় এক-তৃতীয়াংশ সংকুচিত হয়।
সারা বিশ্বে গমের বড় সরবরাহকারী দেশ রাশিয়া ও ইউক্রেন। ইউরোপ অঞ্চলের প্রায় ৪০ শতাংশ গম যায় রাশিয়া ও ইউক্রেন থেকে। আর মধ্য এশিয়া ও দক্ষিণ ককেশাসে প্রায় ৭৫ শতাংশ বা তার বেশি গম আমদানি হয় রাশিয়া ও ইউক্রেন থেকে। এমনকি বাংলাদেশের গমের একটি বড় অংশও আসত রাশিয়া-ইউক্রেন থেকে। যুদ্ধের কারণে বিশ্বজুড়ে এই গম রপ্তানি বাণিজ্যে ব্যাপক প্রভাব পড়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল