রাশিয়ার ভাড়াটে সৈন্য হিসেবে পরিচিত ওয়াগনার গ্রুপের সাবেক একজন কমান্ডার নরওয়েতে আশ্রয় প্রার্থনা করেছেন। গত শুক্রবার সীমান্ত পার হয়ে নরওয়ে প্রবেশকালে দেশটির সীমান্তরক্ষী বাহিনী তাকে আটক করে।
অ্যান্ডু মেদভেদভ নামে এই রুশ নাগরিকের বিরুদ্ধে অবৈধভাবে নরওয়েতে প্রবেশের অভিযোগ আনা হয়েছে। তবে তার আইনজীবী দাবি করেছেন, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধাপরাধ প্রত্যক্ষ করার পর ওয়াগনার গ্রুপ ছেড়ে দিয়েছেন অ্যান্ডু মেদভেদেভ।
নরওয়ের সীমান্তবাহিনী জানিয়েছে, রাশিয়ার সঙ্গে নরওয়ের ১৯৮ কিলোমিটার দীর্ঘ যে সীমান্ত রয়েছে, সেই সীমান্ত অতিক্রম করার পরে একজন রুশ নাগরিককে আটক করা হয়েছে।
ফিনমার্কের নরওয়েজিয়ান অঞ্চলের পুলিশ চিফ অব স্টাফ টারজেই সিরমা-টেলেফসেন বলেছেন, সীমান্ত বাহিনী একজন রুশ নাগরিককে আটক করেছে। ওই ব্যক্তি আশ্রয়ের জন্য আবেদন করেছেন।
মেদভেদেভকে রাশিয়া ছাড়তে সাহায্য করেছে দেশটির মানবাধিকার গোষ্ঠী গুলাগু। মেদভেদেভের পরিচয় নিশ্চিত করেছে গোষ্ঠীটি। তার এই পলায়নকে পশ্চিমা দেশে ওয়াগনারের সৈন্যদের একজনের পলায়নের প্রথম ঘটনা বলে মনে করা হচ্ছে।
গুলাগুর প্রতিষ্ঠাতা ভ্লাদিমির ওসেচকিন বলেছেন, গত বছরের জুলাই মাসে চার মাসের চুক্তিতে ওয়াগনারে যোগ দিয়েছিলেন মেদভেদেভ। কিন্তু ইউক্রেনে কাজ করার সময় অনেক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা এবং যুদ্ধাপরাধের সাক্ষী হওয়ার পর দলটি ছেড়ে দেন তিনি। সূত্র: বিবিসি
বিডিপ্রতিদিন/কবিরুল