ভারতের কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে জয় প্রকাশ নাড্ডার মেয়াদ বাড়ল। আগামী ২০২৪ সালের জুন মাস পর্যন্ত দলটির সর্বভারতীয় সভাপতি পদে থাকছেন তিনি।
মঙ্গলবার দিল্লিতে অনুষ্ঠিত বিজেপির কার্যনির্বাহী সমিতির বৈঠকের দ্বিতীয় ও শেষ দিনে সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
কর্ম সমিতির এই বৈঠকে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বিজেপি শাসিত রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীসহ দলের শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন। সেখানে নাড্ডার নাম প্রস্তাব করেন প্রতিরক্ষামন্ত্রী। তাতে সমর্থন জানান দলের কার্যনির্বাহী সমিতির বাকি সদস্যরা।
এর অর্থ- আগামী লোকসভা নির্বাচনে নাড্ডার ওপরেই ভরসা রাখছে গেরুয়া শিবির। চলতি বছরে গোটা ভারতে নয়টি রাজ্যে বিধানসভার নির্বাচন। ওই রাজ্যগুলোতেও নাড্ডাকে সামনে রেখে সর্বাত্মক ঝাঁপাতে চাইছে বিজেপি।
এদিন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে বলেন, জে পি নাড্ডার নেতৃত্বে বিহারে বিজেপি সেরা ফল করেছে, মহারাষ্ট্রে বিজেপি নেতৃত্বাধীন জোট জাতীয় গণতান্ত্রিক মোর্চা (এনডিএ) সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে, উত্তরপ্রদেশেও সরকার গড়েছে, পশ্চিমবঙ্গে বিজেপির আসন সংখ্যা বেড়েছে। সর্বশেষ গুজরাটে বিরোধীদের বিপর্যস্ত করে বিপুল ভোটে জয়লাভ করে সরকার গড়েছে বিজেপি।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং জেপি নাড্ডার যৌথ নেতৃত্বে ২০১৯ সালের চেয়ে ২০২৪ সালের সাধারণ নির্বাচনে দল আরও বেশি আসন পাবে। নাড্ডার নেতৃত্বের প্রশংসা করে অমিত শাহ জানান, করোনা মহামারির সময় জনগণের সেবার সাথে তিনি সংগঠনকে সুন্দরভাবে সংযুক্ত করেছিলেন।
উল্লেখ্য, ২০১৯ সালে কেন্দ্রে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর বিজেপির তৎকালীন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান। সেই জায়গায় কার্যকরী সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয় জেপি নাড্ডা-কে।
বিডিপ্রতিদিন/কবিরুল