প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টিনে লামব্রেশটের পদত্যাগের ২৪ ঘণ্টা না যেতেই নতুন প্রতিরক্ষামন্ত্রী পেল জার্মানি। নতুন প্রতিরক্ষামন্ত্রীর নাম বরিস পিস্তরিয়াস।
আল জাজিরার খবরে বলা হয়েছে, ইউক্রেনে ইউরোপীয় দেশগুলোকে লিওপার্ড-২ ট্যাঙ্ক দিতে চাপে থাকার মধ্যে নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিল জার্মানি। গতকাল সোমবার নববর্ষের সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্ট নিয়ে সমালোচনার মুখে পদত্যাগ করেন ক্রিস্টিনে লামব্রেশট৷
বরিস পিস্তরিয়াস ওলাফ শলৎসের গভর্নিং সোশ্যাল ডেমোক্রেটিক দলের হয়ে লোয়ার সেক্সনি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন। এখন তিনি প্রতিরক্ষামন্ত্রী হিসেবে যোগদান করবেন। ২০১৫ সালে শরণার্থী সংকটের সময় নিরাপত্তা ইস্যুতে কঠোর অবস্থান নিয়ে দেশব্যাপী আলোচনায় আসেন তিনি।
জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস বলেছেন, বরিস পিস্তরিয়াস খুবই দক্ষ এবং পরিক্ষিত একজন রাজনীতিক।
বিডিপ্রতিদিন/কবিরুল