১৮ জানুয়ারি, ২০২৩ ০৮:৩৫

ফিলিস্তিনের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে ৪০ দেশের আহ্বান

অনলাইন ডেস্ক

ফিলিস্তিনের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে ৪০ দেশের আহ্বান

ইসরায়েলি দখলদারির বিরুদ্ধে জাতিসংঘের সর্বোচ্চ আদালতে গিয়েছিল ফিলিস্তিন

ফিলিস্তিন গত বছর (২০২২ সাল) ইসরায়েলি দখলদারির বিরুদ্ধে জাতিসংঘের সর্বোচ্চ আদালতে গিয়েছিল। এতে ক্ষুব্ধ হয়ে দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ইসরায়েল। গত সোমবার সেই নিষেধাজ্ঞা তুলে নিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে ৪০টি দেশ।

ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলের দখলদারির বিরুদ্ধে সম্প্রতি একটি মতামত দেয় আন্তর্জাতিক অপরাধ আদালত। গত ৩০ ডিসেম্বর মতামতটি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে পাস হয়।

মতামত পাসের প্রতিক্রিয়া হিসেবে ৬ জানুয়ারি ফিলিস্তিনের বিরুদ্ধে অর্থনীতিসহ কয়েক দফা নিষেধাজ্ঞা আরোপ করে ইসরায়েল। জাতিসংঘে রেজল্যুশন পাসের ‘মূল্য চোকাতে’ ফিলিস্তিনের ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করে তারা।

সোমবার গণমাধ্যমের জন্য দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েলের চাপিয়ে দেওয়া বিভিন্ন পদক্ষেপের বিরোধিতা করে বেলজিয়াম, আয়ারল্যান্ড ও আর্জেন্টিনাসহ জাতিসংঘের সদস্যভুক্ত ৪০টি দেশ।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর