যুক্তরাষ্ট্রের শীর্ষ জেনারেল মার্ক মিলের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউক্রেনের সেনাপ্রধান। মঙ্গলবার পোল্যান্ডে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
আল জাজিরার খবরে বলা হয়েছে, আর কিছুদিন পার হলেই রাশিয়ার ইউক্রেন আক্রমণের বছর পূর্তি হবে। যুদ্ধের ১১ মাসে যুক্তরাষ্ট্রের শীর্ষ জেনারেলের সঙ্গে ইউক্রেনের সেনাপ্রধান এই প্রথম মুখোমুখি সাক্ষাতে মিলিত হলেন।
খবর অনুসারে, মার্কিন সশস্ত্র বাহিনীর জয়েন্ট চিফ অব স্ট্যাফের চেয়ারম্যান দুই ঘণ্টা যাবত ইউক্রেনের প্রধান সামরিক কর্মকর্তা জেনারেল ভ্যালেরি জালুঝনির সঙ্গে দক্ষিণ পোল্যান্ডের অজ্ঞাত স্থানে বৈঠক করেন।
ইউক্রেনীয় সেনাপ্রধান জানিয়েছেন, এই সাক্ষাতে তিনি সেনাদের জন্য ‘অতি জরুরি’ এমন বিষয়ে অবহিত করেছেন।
এই দুই নেতা একাধিকবার যুদ্ধ নিয়ে বিভিন্ন আলাপ করলেও এটা ছিল তাদের প্রথম মুখোমুখি আলাপ। এমন এক সময় এই বৈঠক হলো যখন আন্তর্জাতিক গোষ্ঠী ইউক্রেনে সামরিক সহায়তা বৃদ্ধি করছে।
বৈঠকের বিষয়ে মিলির মুখপাত্র ডেভ বাটলার বলেছেন, দুই নেতা সরাসরি বৈঠকের প্রয়োজনীয়তা অনুভব করেন। তারা রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে প্রতিরক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
বিডিপ্রতিদিন/কবিরুল