পশ্চিম এশিয়া এবং দক্ষিণ ককেশাস অঞ্চলের ঘটনাবলী নিয়ে আলোচনা করার জন্য তুরস্ক সফরে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান।
গতকাল মঙ্গলবার তেহরান ছাড়ার আগে ইরানি মন্ত্রী সাংবাদিকদের জানান, পশ্চিম এশিয়া এবং ভূমধ্যসাগরীয় অঞ্চলে যেসব ঘটনা ঘটে চলেছে। তিনি তা নিয়ে তুরস্কের কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করবেন।
তিনি জানান, গত সপ্তাহে সিরিয়া এবং লেবানন সফরের সময় তিনি এসব বিষয় নিয়ে এই দুই দেশের কর্মকর্তাদের আলোচনা করেছেন।
হোসেইন আমির আব্দুল্লাহিয়ান জানান, ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইবরাহিম রায়িসি তুরস্ক সফরে যাবেন এবং এই সফরে যেসব চুক্তি হতে পারে তা নিয়ে তিনি তুর্কি কর্মকর্তাদের সঙ্গে প্রাথমিক আলোচনা করবেন। তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের আমন্ত্রণে প্রেসিডেন্ট রায়িসি এর সফর করবেন।
ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে যে সমস্ত ঘটনা ঘটছে সেগুলো নিয়ে আলোচনা করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। কারণ রায়িসির সরকার আঞ্চলিক ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের উন্নয়ন ঘটানোকে বিশেষ গুরুত্ব দিচ্ছে।
আমির আব্দুল্লাহিয়ান জানান, তুরস্ক এবং রাশিয়া দুই দেশই তার সফর করার কথা ছিল কিন্তু এই মুহূর্তে মস্কো সফর স্থগিত করা হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত