ভারতের মুম্বাই গোয়া মহাসড়কে প্রাইভেট কার ও ট্রাকের মুখোমুুখি সংঘর্ষে ৯ জন নিহত হয়েছে। হতাহতদের মধ্যে এক শিশু ও তিন জন নারীও রয়েছে।
বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে এই দুর্ঘটনা ঘটে।
ট্রাকটি মুম্বাইর দিকে যাওয়ার পথে রত্নগিরি জেলায় প্রাইভেট কারের সাথে সংঘর্ষ হয় বলে জানিয়েছে পুলিশ। তবে এখনও দুর্ঘটনার কারণ জানা যায়নি।
নিহতদের মধ্যে পাঁচ জন পুরুষ। তিন জন নারী। এই ঘটনায় আহত আরেক শিশুকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে একটি তদন্তও শুরু করেছে পুলিশ।
সূত্র: এনডিটিভি
বিডি প্রতিদিন/নাজমুল