২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে হামলা শুরু করে। এরপর থেকে এখন পর্যন্ত ১৮ হাজারের বেশি বেসামরিক নাগরিক হতাহত হয়েছে। জাতিসংঘ মঙ্গলবার এই তথ্য জানিয়েছে।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের প্রতিবেদন অনুসারে, ইউক্রেন যুদ্ধে বেসামরিক নাগরিক নিহত হয়েছে ৭ হাজার ৩১ জন। বিশ্ব সংস্থাটি জানিয়েছে, যুদ্ধে কয়েক লাখ মানুষ মৃত্যুর সম্ভাব্য ঝুঁকির মধ্যে রয়েছে।
১১ মাস আগে ঠিক এই দিনে ইউক্রেনে ‘বিশেষ অভিযান’ শুরু করে রাশিয়া।
জাতিসংঘ জানিয়েছে, যুদ্ধে প্রকৃত হতাহতের সংখ্যা প্রকাশিত সংখ্যার থেকে ঢের বেশি। কিছু জায়গায় তীব্র যুদ্ধ চলছে সেখানে জাতিসংঘ প্রবেশ করে তথ্য সংগ্রহ করতে পারেনি। সূত্র: এনডিটিভি
বিডিপ্রতিদিন/কবিরুল