প্রায় পাঁচ দিন পেরিয়ে গেছে, ভূমিকম্পের রেখে যাওয়া ধ্বংসস্তুপে চাপা পড়াদের তাই জীবিত উদ্ধারের সম্ভাবনাও কমছে। তবে মাঝেমধ্যে দুয়েকটি অলৌকিক ঘটনাও ঘটছে তুরস্কে।
এবার ১১৫ ঘণ্টা পর এক অন্তঃসত্ত্বা নারী ও তার আরেকটি শিশুকে ধ্বংসস্তুপ থেকে উদ্ধার করেছে উদ্ধারকারীরা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গাজিআন্তেপ শহরের একটি ধসে পড়া ভবনের ভেতর থেকে নারী ও তার কন্যা শিশুটিকে উদ্ধার করা হয়।
এছাড়াও ১১০ ঘণ্টা পরও বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করার খবর পাওয়া গেছে তুরস্কের নানা জায়গা থেকে।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল