১১ ফেব্রুয়ারি, ২০২৩ ১৫:৫৯

তুরস্কে ভূমিকম্প: ১১৫ ঘণ্টা পর অন্তঃসত্ত্বা নারী ও শিশুকে জীবিত উদ্ধার

অনলাইন ডেস্ক

তুরস্কে ভূমিকম্প: ১১৫ ঘণ্টা পর অন্তঃসত্ত্বা নারী ও শিশুকে জীবিত উদ্ধার

প্রায় পাঁচ দিন পেরিয়ে গেছে, ভূমিকম্পের রেখে যাওয়া ধ্বংসস্তুপে চাপা পড়াদের তাই জীবিত উদ্ধারের সম্ভাবনাও কমছে। তবে মাঝেমধ্যে দুয়েকটি অলৌকিক ঘটনাও ঘটছে তুরস্কে।

এবার ১১৫ ঘণ্টা পর এক অন্তঃসত্ত্বা নারী ও তার আরেকটি শিশুকে ধ্বংসস্তুপ থেকে উদ্ধার করেছে উদ্ধারকারীরা। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গাজিআন্তেপ শহরের একটি ধসে পড়া ভবনের ভেতর থেকে নারী ও তার কন্যা শিশুটিকে উদ্ধার করা হয়।

এছাড়াও ১১০ ঘণ্টা পরও বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করার খবর পাওয়া গেছে তুরস্কের নানা জায়গা থেকে।

সূত্র: বিবিসি

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর