১৮ ফেব্রুয়ারি, ২০২৩ ১৬:০৮

আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

অনলাইন ডেস্ক

আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

ফাইল ছবি

আবারও জাপান সাগরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। 

আগামী সপ্তাহেই একটি যৌথ সামরিক মহড়া শুরু করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র। তার আগেই  ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করলো পিয়ংইয়ং।

শনিবার দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফের বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

জয়েন্ট চিফ অব স্টাফ এক বিবৃতিতে বলেছেন, ‘পূর্ব সাগরে (জাপান সাগরে) একটি অজ্ঞাত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া।’

শীর্ষ সামরিক কর্মকর্তারা কি ধরনের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে বা কতদূর উড়েছে তা বলেননি। 
তবে জাপানের কোস্ট গার্ড বলেছে, উত্তর কোরিয়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

সামরিক মহড়া ঘোষণা করার পর দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ‘অভূতপূর্ব’ কঠোর পদক্ষেপ নেওয়ার হুমকি দেওয়ার একদিন পর এই উৎক্ষেপণটি করা হয়েছে উত্তর কোরিয়া।

সূত্র : আল-জাজিরা।

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর