ফের পাকিস্তানের পাশে দাঁড়ালো চীন। এবার অর্থ সংকটে জর্জরিত দেশটিকেও ৭০ কোটি ডলার ঋণ সহায়তা দিয়েছে বেইজিং। পাকিস্তান ছাড়াও দক্ষিণ এশিয়ার আরেক দেউলিয়া দেশ শ্রীলঙ্কাকেও সহায়তা দিয়েছে চীন। বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপমন্ত্রী ডোনাল্ড লু বলেছেন, ‘চীনের ঋণ দেওয়া নিয়ে আমরা গভীর উদ্বিগ্ন। আমরা চিন্তিত যে এসব ঋণ ‘জোরবরদস্তি মূলক সুবিধা’ আদায়ে ব্যবহার করা হবে।
এর আগে, শুক্রবার চীনের সহায়তার অর্থ পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকে পৌঁছে গেছে বলে এক টুইটবার্তায় জানান দেশটির অর্থমন্ত্রী ইসাক দার। তিনি বলেন, ‘চায়না ডেভেলপমেন্ট ব্যাংকের দেওয়া ৭০ কোটি ডলার সহায়তা গ্রহণ করেছে পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক।’
শুক্রবার রাষ্ট্রের উচ্চপর্যায়ের এক নিরাপত্তা বৈঠকে চীনের আর্থিক সহায়তার ব্যাপারটি নিশ্চিত করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। চীনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘আমরা আগে একবার আমাদের বন্ধুরাষ্ট্রের কাছে ঋণ সহায়তা চেয়েছিলাম….তারপর আমদের ধারণা করেছিলাম— তারা হয়তো আইএমএফের জন্য অপেক্ষা করছে। আইএমএফ ঋণ সহায়তা দিলে তারাও ঋণ দেবে।’
সূত্র : এনডিটিভি ও ডন।
বিডি-প্রতিদিন/শফিক