প্রায় এক সপ্তাহ বন্ধ থাকার পাকিস্তান-আফগানিস্তানের গুরুত্বপূর্ণ তোরখাম সীমান্ত ক্রসিং খুলেছে। আল জাজিরার খবরে বলা হয়েছে, সীমান্ত বন্ধ করার পর শত শত ট্রাক দুইপারে আটকা পড়েছিল। বৃহস্পতিবার উভয়পক্ষ সীমান্ত খুলে দিলে ব্যবসায়ী ও বেসামরিক নাগরিকদের চলাচল স্বাভাবিক হয়েছে।
আফগানিস্তানের কাস্টম কর্মকর্তা মুসলিম কাকসার সীমান্ত খোলার তথ্য নিশ্চিত করে বলেন, ব্যবসায়ী এবং সাধারণ মানুষদের জন্য উভয় পার্শ্বের সীমান্ত এখন খোলা। এক টুইটবার্তায় পাকিস্তানে অবস্থিত আফগান দূতাবাসও এই তথ্য জানিয়েছে।
পাকিস্তানের একজন কাস্টম কর্মকর্তা বলেন, চাল, সিমেন্ট, নির্মাণ ও মেডিকেলসহ ভোগ্যপণ্য সামগ্রী বহনকারী ট্রাক পাকিস্তান ছেড়ে গেছে। অন্যদিকে কয়লা, সবজি এবং ফলবহনকারী লরি পাকিস্তানে প্রবেশ করেছে। শনিবার সকালে পাকিস্তানের পার্শ্বে অন্তত ১৪শ ট্রাক আফগানিস্তানে পার হওয়ার জন্য অপেক্ষা করছিল।
কয়েক দশক ধরে ২৬শ কিলোমিটারের সীমান্ত আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে বিবাদের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
সীমান্ত ক্রসিং খোলার পর পারাপারের অপেক্ষায় থাকা মানুষ স্বস্তি এবং আনন্দ প্রকাশ করে।
পাকিস্তান কর্তৃপক্ষ আফগানিস্তানের নাগরিকদের মেডিকেল সেবা নিতে পাকিস্তানে প্রবেশ করতে দিচ্ছিল না অজুহাতে হঠাৎ সীমান্ত বন্ধ করেছিল তালেবান কর্তৃপক্ষ। এর আগে গত সোমবার আফগানিস্তানের তালেবান এবং পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে গুলি বিনিময় হয়। এরপর হঠাৎ করে বর্ডার বন্ধ করা হয়। ঘটনার পর দুই দেশের কর্মকর্তারা সমস্যা সমাধানে আলোচনায় বসেছিলেন।
বিডিপ্রতিদিন/কবিরুল