চলতি সপ্তাহ ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার যুদ্ধের এক বছর পূর্তির সপ্তাহ। ইউক্রেনের পূর্ব দোনেতস্ক অঞ্চলে এখন তীব্র যুদ্ধ চলছে।
ইউক্রেনের আঞ্চলিক গভর্নর টেলিগ্রাম বার্তায় বলেছেন, রুশ সেনারা দোনেতস্কে প্রতিনিয়ত গোলাবর্ষণ করছে। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বাখমুতের অবস্থাকে ইউক্রেনের অন্য যে কোনো অঞ্চলের থেকে সবথেকে ‘কঠিন’ বলে উল্লেখ করেছেন।
যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান ম্যাক্সারের স্যাটেলাইটে সাম্প্রতিক সময়ে রুশ গোলাবর্ষণের পরের চিত্র উঠে এসেছে।
এই সংবাদের ছবির উপরের অংশটি ইউক্রেনের পেত্রিভকা অঞ্চলের। ছবিটি ২০২২ সালের জুনে নেওয়া হয়। সংবাদের ছবির নিচের অংশটি ধারণ করা হয় গত ১০ ফেব্রুয়ারি। এতে রুশ সেনাদের ভারি গোলাবর্ষণে অঞ্চলটির ধ্বংস স্পষ্ট।
ইউক্রেনে রাশিয়ার আক্রমণের একবছর পূর্তি হয় গত শুক্রবার। এখন পর্যন্ত যুদ্ধ বন্ধের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। সূত্র: সিএনএন
বিডিপ্রতিদিন/কবিরুল