প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রাশিয়াকে চীন সমরাস্ত্র সহযোগিতা দিলে যুক্তরাষ্ট্র জবাব দেবে। এবিসি টেলিভিশনের সাংবাদিক ডেভিড মুরের সঙ্গে বিশেষ এক সাক্ষাৎকারে বাইডেন এই মন্তব্য করেন।
গত কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা সামরিক জোট ন্যাটো আশঙ্কা প্রকাশ করে বলছে, রাশিয়াকে চীন সমরাস্ত্র সহযোগিতা দিতে পারে। যদিও চীন বিষয়টি উড়িয়ে দিয়ে বলেছে, বেইজিং নিয়ে কথা বলার কোনো অধিকার ওয়াশিংটনের নেই। কারণ, ইউক্রেনে ব্যাপক অস্ত্র দিয়ে সংঘাতে উসকানি দিচ্ছে যুুক্তরাষ্ট্রই।
সাক্ষাৎকারে সাংবাদিক ডেভিড মুর বাইডেনের কাছে রাশিয়াকে চীন অস্ত্র দিলে কী হবে সেটা জিজ্ঞাসা করেন। জবাবে বাইডেন বলেন, আমরা এখনও দেখিনি যে, চীন অস্ত্র দিয়েছে, আমি নিজেও দেখিনি। সাংবাদিক মুর বাইডেনের কাছে আবার জিজ্ঞাসা করেন, ভবিষ্যতে রাশিয়াকে চীন অস্ত্র দিলে সেটা সীমা লংঘন হবে কি-না। জবাবে বাইডেন বলেন, ‘যুক্তরাষ্ট্র জবাব দেবে।’ রাশিয়াকে সহযোগিতা করে অন্য দেশগুলো যেমন নিষধাজ্ঞা পেয়েছে, তেমনি চীনও নিষেধাজ্ঞা পাবে।
বিডিপ্রতিদিন/কবিরুল