সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক চুক্তি স্থগিত করেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই সঙ্গে পরমাণু কর্মসূচি বাড়ানোরও ঘোষণা দিয়েছেন তিনি।
এবার দেশটির সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ পারমাণবিক বিপর্যয় নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করলেন।
তিনি বলেছেন, ইউক্রেনের জন্য মিত্রদের অস্ত্র সরবরাহ অব্যাহত থাকলে বিশ্ব পারমাণবিক বিপর্যয়ের মুখে পড়বে।
রুশ দৈনিক ইজভেস্তিয়াকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। সোমবার পত্রিকাটি মেদভেদেভের বক্তব্য প্রকাশ করেছে। ইজভেস্তিয়ার বরাত দিয়ে মেদভেদেভের খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদসংস্থা ‘রয়টার্স’।
রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বন্ধু মেদভেদেভ ইজভেস্তিয়াকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “অস্ত্রের এ সরবরাহ অব্যাহত থাকতে পারে। তবে তাতে আলোচনা শুরুর যেকোনও ধরনের সম্ভাবনা নষ্ট হয়ে যাবে।”
মেদভেদেভ আরও বলেন, “শত্রুরা সে কাজই করছে। বুঝতে চাইছে না যে তারা বিপর্যয়ের দিকে এগোচ্ছে। এতে সবার ক্ষতি হবে।”
বিভিন্ন সময়ে মিত্রদের কাছ থেকে অস্ত্রের সরবরাহ পেয়ে আসছে ইউক্রেন। এর পরিপ্রেক্ষিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পারমাণবিক বিপর্যয়ের হুমকি নিয়ে আগেও সতর্ক করেছেন। রবিবার পুতিন বলেছেন, পশ্চিমা দেশগুলোর সঙ্গে মস্কোর যে সংঘাত চলছে, তা রাশিয়া ও রুশ নাগরিকদের জন্য অস্তিত্বের লড়াই।
এরপর মেদভেদেভও এমন আশঙ্কা প্রকাশ করলেন। বর্তমানে ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান মেদভেদেভ। সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন/কালাম