১ মার্চ, ২০২৩ ১৫:২৬

গ্রিসে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৬

অনলাইন ডেস্ক

গ্রিসে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৬

ইউরোপের দেশ গ্রিসে দুই ট্রেনের মুখোমুখী সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৬ জনে দাঁড়িয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

রাজধানী এথেন্স থেকে থিসালোনিকি শহরে যাওয়া যাত্রীবাহী ট্রেনটির সাথে বিপরীত দিক থেকে আসা কার্গো ট্রেনের লারিসা শহরে মুখোমুখী সংঘর্ষ হয়।

এসময় ট্রেন দুটিতে আগুন ধরে যায়। এই দুর্ঘটনায় কমপক্ষে ৮৫ জন আহত হয়েছে।

ট্রেনে থাকা ২৮ বছর বয়সী এক যাত্রী বলেছেন, ‌‘আমরা একটা বিকট শব্দ শুনতে পাই, সেই দুঃস্বপ্নের ১০ সেকেন্ডের মধ্যেই।’

থিসালি অঞ্চলের গভর্নর জানিয়েছেন, যাত্রীবাহী ট্রেনটির সামনের চারটি বগি লাইনচ্যুত হয়। আর প্রথম দুটি বগিতে আগুন লেগে যায়। এই বগি দুটো প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

তিনি আরও জানান, দুইটি ট্রেন একই লাইনে চলে আসায় এই দুর্ঘটনা ঘটে। এসময় ট্রেন দুটি বেশ জোর গতিতে চলছিল।

 

সূত্র: আল জাজিরা
 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর