২০ মার্চ, ২০২৩ ২০:৩৭

আন্তর্জাতিক আদালতের বিরুদ্ধে রাশিয়ার পাল্টা পদক্ষেপ

অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক আদালতের বিরুদ্ধে রাশিয়ার পাল্টা পদক্ষেপ

আন্তর্জাতিক অপরাধ আদালত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) সম্প্রতি গ্রেফতারি পরোয়ানা জারি করে। এবার আদালতের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ ঘোষণা করেছে রাশিয়া।

রাশিয়ার তদন্ত কমিটি বলেছে, আন্তর্জাতিক আদালতের প্রসিকিউটর এবং বিচারকবৃন্দ যারা পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তাদের বিরুদ্ধ একটি মামলা শুরু করেছেন তারা। রাশিয়ার এই কমিটির বক্তব্য, ‘আন্তর্জাতিক অপরাধ আদালতের কৌশুলি করিম আহমদ খান এবং কয়েকজন বিচারকের বিরুদ্ধে মামলা শুরু করা হয়েছে।’

গত শুক্রবার পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা নিয়ে আইসিসির এক বিবৃতিতে বলা হয়, ইউক্রেনে রাশিয়ার দখল করা অঞ্চলগুলো থেকে শিশুদের বেআইনিভাবে রাশিয়ায় সরিয়ে নেওয়ার সঙ্গে পুতিন জড়িত রয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে ওই পরোয়ানা জারি করা হয়েছে। 

আইসিসির এমন পদক্ষেপের জবাবে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ আদালতের এই সিদ্ধান্তের কোনো অর্থ আমাদের কাছে নেই। আইনগত দিক দিয়েও এর কোনো অর্থ নেই।’ এই কর্মকর্তা আরও বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ আদালতের রোম সংবিধির অংশ নয় রাশিয়া। আর এর অধীনে চলার কোনো বাধ্যবাধকতাও নেই।’ সূত্র: আল জাজিরা

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর