২২ মার্চ, ২০২৩ ১২:২৭

চীনা দেওয়া প্রস্তাব ইউক্রেনে শান্তির ভিত্তি হতে পারে : পুতিন

অনলাইন ডেস্ক

চীনা দেওয়া প্রস্তাব ইউক্রেনে শান্তির ভিত্তি হতে পারে : পুতিন

শি জিনপিং ও ভ্লাদিমির পুতিন

চীনের দেওয়া প্রস্তাব ইউক্রেনে শান্তির ভিত্তি হতে পারে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 

গতকাল মঙ্গলবার ক্রেমলিনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

চীনা প্রেসিডেন্টের মস্কো সফরের প্রথম ও দ্বিতীয় দিন দুই নেতা দুই দফায় আলোচনা করেন। তারা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে বেইজিংয়ের দেওয়া ১২ দফা শান্তি প্রস্তাব নিয়ে আলোচনা করেন।

বিবৃতিতে পুতিন বলেন, ‘যখন পশ্চিম ও কিয়েভ প্রস্তুত থাকবে, তখন ইউক্রেন যুদ্ধ নিষ্পত্তিতে চীনের দেওয়া শান্তি পরিকল্পনার অনেক শর্ত ভিত্তি হিসেবে নেওয়া যেতে পারে।’

তিনি আরও বলেন, শি’র সঙ্গে তার বৈঠকে এই শান্তি পরিকল্পনা ব্যাপক গুরুত্ব পেয়েছে।

গত মাসে চীনের শান্তি প্রস্তাবটি প্রকাশ করা হয়। চীনের প্রস্তাবে কিছু সাধারণ নীতির কথা আছে।

প্রস্তাবে রাশিয়াকে ইউক্রেন ছেড়ে যাওয়ার কোনো স্পষ্ট আহ্বান নেই। এতে সুনির্দিষ্ট কোনো প্রস্তাব ছাড়াই শান্তি আলোচনা ও জাতীয় সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা জানানোর আহ্বান রয়েছে। ১৩ মাস ধরে চলা যুদ্ধ কীভাবে বন্ধ হবে, সে বিষয়ে বিস্তারিত পরিকল্পনা প্রস্তাবে উল্লেখ করা হয়নি।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চীনের প্রস্তাবটি প্রত্যাখ্যান করা হয়েছে। ওয়াশিংটন বলেছে, চীনের প্রস্তাব মেনে ইউক্রেন যুদ্ধবিরতিতে রাজি হলে তাতে রাশিয়ারই লাভ হবে। কারণ যুদ্ধবিরতির সুযোগ নিয়ে রাশিয়া সেনা জড়ো করার জন্য আরও সময় পাবে।

ইউক্রেন যেকোনো আলোচনার শর্ত হিসেবে তার ভূখণ্ড থেকে রুশ সেনা প্রত্যাহারের ওপর জোর দিয়েছে। আর এ কাজ করতে রাশিয়া প্রস্তুত বলে মনে হয় না।

সূত্র : রয়টার্স

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর