চলতি সপ্তাহে চীন সফরে যাচ্ছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। ৫-৬ এপ্রিল এ সফর করবেন তিনি। ইউক্রেন যুদ্ধ বিষয়ে চীনের সঙ্গে আলোচনায় ইউরোপের নেতৃত্ব দিচ্ছেন তিনি।
এ সফরের মধ্য দিয়ে আন্তর্জাতিক পর্যায়ে ফ্রান্সের অবস্থান সমুন্নত রাখা এবং দেশব্যাপী পেনশনসংক্রান্ত আইনের বিরুদ্ধে চলা বিক্ষোভ বন্ধের উপায়ও খুঁজছেন এ ফরাসি নেতা।
গত মাসের শুরুর দিকে সংসদে বিতর্কিত পেনশন আইন পাস করার সিদ্ধান্তে বিক্ষুব্ধ হয় ফরাসি নাগরিকরা। দেশব্যাপী সংঘর্ষ ও সহিংসতার সূত্রপাত ঘটে। তবে এ সবকিছুকে পেছনে রেখে আন্তর্জাতিক কূটনৈতিক কর্মসূচি ঠিক রাখার চেষ্টা করছেন ম্যাক্রোঁ।
সূত্র : রয়টার্স
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ