১০ এপ্রিল, ২০২৩ ১৫:৫৫

মহড়ায় তাইয়ানকে অবরুদ্ধ করে ফেলেছে চীন

অনলাইন ডেস্ক

মহড়ায় তাইয়ানকে অবরুদ্ধ করে ফেলেছে চীন

সামরিক মহড়ার তৃতীয় দিনে তাইওয়ানকে অবরুদ্ধ করে ফেলেছে চীন। তাইওয়ান জানিয়েছে, তারা পূর্বাঞ্চলে চীনা বিমান সনাক্ত করেছে। এদিকে চীন বিমানবাহী জাহাজও যুক্ত করেছে তাদের মহড়ায়।  

তাইওয়ানের প্রেসিডেন্টের সাই ইয়ং-ওয়েনের যুক্তরাষ্ট্র সফর কেন্দ্র করে শনিবার থেকে তাইয়ানকে ঘিরে মহড়া শুরু করে বেইজিং। ওই সফরে ক্যালিফোর্নিয়ায় মার্কিন হাউজ অব রিপ্রেজন্টেটিভের স্পিকার কেভিন ম্যাকার্থির সাথে বৈঠক করেছেন তিনি।

তাইওয়ান নিজেদের সার্বভৌম অঞ্চল হিসেবে দাবি করে আসছে। আর চীন তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলেই স্বীকৃতি দিয়ে আসছে। যুক্তরাষ্ট্র তাইওয়ানে পালে হাওয়া দিয়ে সেই স্বাধীনতা প্রক্রিয়া তরান্বিত করছে বলেই দাবি করে আসছে বেইজিং।

সোমবার তাইওয়ান জানিয়েছে, তারা ৭০টি যুদ্ধ বিমান ও ১১ টি যুদ্ধ জাহাজ তাদের আশপাশের এলাকায় শনাক্ত করেছে।

চীনের সামরিক বাহিনীও সোমবার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, তাদের বিমানবাহী রণতরী এই মহড়ায় অংশ নিয়েছে। জাহাজে বিস্ফোরক বোঝাই বেশ কিছু বিমানও রয়েছে। 

সূত্র: বিবিসি

বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর