ইরানের একটি কারিগরি প্রতিনিধি দল সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছেছে। সৌদিতে পুনরায় দূতাবাস খোলার পথ উন্মুক্ত করতেই এই প্রতিনিধি দলের সফর।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কেনানি এই তথ্য নিশ্চিত করেছেন। নাসের কেনানি বলেন, রিয়াদে ইরানের দূতাবাস খুলতে তেহরানের প্রতিনিধি দল প্রয়োজনীয় পদক্ষেপ নিবে। তিনি আরও বলেন, চলতি বছর হজ উৎসবের আগেই সৌদি আরবে ইরানের প্রতিনিধিত্বমূলক দপ্তর খোলা হবে।
২০১৬ সাল থেকে তেহরান ও রিয়াদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক বন্ধ রয়েছে। ওই বছর সৌদি আরব ১ দিনে ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করে, যাদের বেশির ভাগ ছিলেন শিয়া মুসলিম। শিয়া সম্প্রদায়ের প্রভাবশালী এক ধর্মীয় নেতার মৃত্যুদণ্ড কার্যকর করার প্রতিবাদে তেহরানে সৌদি দূতাবাসে হামলা চালান বিক্ষোভকারীরা। ওই ঘটনার জেরে ইরান ও সৌদি আরব কূটনৈতিক সম্পর্কে ইতি টানে।
গত ১০ মার্চ দীর্ঘদিনের বৈরী সম্পর্ক জোড়া লাগাতে রাজি হয় সৌদি আরব ও ইরান। চীনের রাজধানী বেইজিংয়ে দুই দেশের কর্মকর্তাদের বৈঠক শেষে এ বিষয়ে একমত হন তারা
বিডিপ্রতিদিন/কবিরুল