১৯ এপ্রিল, ২০২৩ ১২:৫৩

অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ, তিন পশ্চিমা কূটনীতিককে তলব মস্কোর

অনলাইন ডেস্ক

অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ, তিন পশ্চিমা কূটনীতিককে তলব মস্কোর

প্রতীকী ছবি

রাশিয়ার অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপের অভিযোগে মস্কোয় নিযুক্ত মার্কিন, ব্রিটিশ ও কানাডীয় রাষ্ট্রদূতকে তলব করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।

ওই মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, “তিন পশ্চিমা রাষ্ট্রদূতকে তলব করে একথা জানিয়ে দেওয়া হয়েছে যে, রাশিয়ার অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপের বিরুদ্ধে ক্রেমলিন কঠোর প্রতিবাদ জানিয়েছে।”

বিবৃতিতে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডার রাষ্ট্রদূতদের জানানো হয়েছে যে, তারা যে কাজ করেছে তা কূটনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না। তবে সংক্ষিপ্ত এ বিবৃতিতে তিন পশ্চিমা রাষ্ট্রদূত ঠিক কী কাজ করেছেন তা উল্লেখ করা হয়নি।

কিন্তু সোমবার ক্রেমলিনের সমালোচক ভ্লাদিমির কারা-মুরজাকে ২৫ বছরের কারাদণ্ড দেওয়া হলে ওই তিন পশ্চিমা কূটনীতিক তার সমালোচনা করে বক্তব্য রেখেছিলেন। রুশ সরকার কারা-মুরজাকে ‘বিদেশি এজেন্ট’ বলে অভিযুক্ত করেছে।

সোমবার রাশিয়ার একটি আদালত ৪১ বছর বয়সি বিরোধী রাজনৈতিক নেতা কারা-মুরজাকে ২৫ বছরের কারাদণ্ড দেন। ওই নেতার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি ইউক্রেন যুদ্ধের সমালোচনা করেছিলেন। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করার পর থেকে কারা-মুরজা হলেন প্রথম কোনও বিরোধী নেতা যাকে ইউক্রেন যুদ্ধের সমালোচনা করার জন্য সর্বোচ্চ মাত্রার কারাদণ্ড দেওয়া হল। কারা-মুরজার বিরুদ্ধে আদালতে রাষ্ট্রদ্রোহ ও রুশ সেনাবাহিনীর বদনাম করার অভিযোগ প্রমাণিত হয়েছে।

আদালতের রায় ঘোষণার পরপরই আমেরিকা, ব্রিটেন ও কানাডার রাষ্ট্রদূতরা এক যৌথ বিবৃতিতে ওই রায়ের সমালোচনা করেছিলেন এবং তাদের বিবৃতি প্রকাশিত হওয়ার এক ঘণ্টা পর রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা তিন পশ্চিমা কূটনীতিকের তীব্র সমালোচনা করে বক্তব্য রেখেছিলেন। সূত্র: তাস

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর