২৭ এপ্রিল, ২০২৩ ১৮:১১

ইউক্রেনকে ২৩০টি ট্যাংকসহ প্রায় ১৬শ সাঁজোয়া যান দিয়েছে ন্যাটো

অনলাইন ডেস্ক

ইউক্রেনকে ২৩০টি ট্যাংকসহ প্রায় ১৬শ সাঁজোয়া যান দিয়েছে ন্যাটো

ইউক্রেনকে প্রতিশ্রুতি দেওয়া সকল অস্ত্র সরবরাহ করেছে ন্যাটো জোট

২৩০টি ট্যাংকসহ ইউক্রেনকে ১ হাজার ৫৫০টি সাঁজোয়া যান দিয়েছে পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর মিত্র ও অংশীদাররা।

বার্তাসংস্থা এএফপি ন্যাটো প্রধান জেনস স্টলটেনবার্গের বরাত দিয়ে জানিয়েছে, ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনীকে সুবিন্যস্ত রাখতে ও রাশিয়ার অধিকৃত ভূখণ্ডের দখল ফিরে পেতে সহায়তা করার জন্য এসব উপকরণ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে স্টলটেনবার্গ জানান, গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকে কিয়েভকে সরবরাহ করা ‘যুদ্ধে ব্যবহারযোগ্য সামরিক পরিবহনের’ ৯৮ শতাংশেরও বেশি এসেছে ন্যাটোর অংশীদার ও মিত্রদের মাধ্যমে।

স্টলটেনবার্গ বলেন, আমরা ইউক্রেনের মোট ৯টি নতুন সশস্ত্র ব্রিগেডকে প্রশিক্ষণ ও উপকরণ দিয়ে প্রস্তুত করেছি। এতে অধিকৃত ভূখণ্ডের দখল ফিরিয়ে নেওয়ার অব্যাহত প্রক্রিয়ায় ইউক্রেন একটি বলিষ্ঠ অবস্থানে থাকবে। সূত্র: আল জাজিরা, সিএনএন

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর